কালিহাতীতে গাঁজাসহ একজন গ্রেফতার

176

কালিহাতী সংবাদদাতা ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বলদী এলাকা থেকে সোমবার (১০ জুলাই) গভীর রাতে ১০০ গ্রাম গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশাররফ হোসেন টিনিউজকে জানান, ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমানের নির্দেশক্রমে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাইদুল ইসলাম, এএসআই শামছুল কবীর এবং এএসআই শাহজাহান আলী নেতৃত্বে সোমবার (১০ জুলাই) গভীর রাতে কালিহাতী উপজেলার বলদী পুর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ ১ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী বলদী পুর্বপাড়া গ্রামের বারেক মিয়ার ছেলে নিপু মিয়া (৩২)।
আসামীর বিরুদ্ধে কালিহাতী থানায় মাদকদ্রব্য নির্মূল আইনে একটি মামলা দায়ের করে টাঙ্গাইল আদালতের মাধ্যমে মঙ্গলবার (১১ জুলাই) জেলহাজতে প্রেরণ করা হয়েছে।