কালিহাতীতে ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার (১২ মার্চ) বিকেলে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কুদরত আলী (রনি) সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াকুব আলী। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, কোকডহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফিয়ান তালুকদার সেন্টু প্রমুখ।