কালিহাতীতে কৃষক লীগের নেতা-কর্মীরা এক কৃষকের জমির ধান কেটে দিলেন

0 64

স্টাফ রিপোর্টার ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শ্রমিক সংকটে জমির পাকা ধান কাটতে না পারায় হতদরিদ্র এক কৃষকের পাশে দাঁড়িয়েছেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলা কৃষকলীগ। “কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” এই স্লোগানকে সামনে নিয়ে উপজেলা কৃষকলীগের উদ্যোগে নারান্দিয়া ইউনিয়নের হতদরিদ্র এক কৃষক মজনু মিয়ার এক বিঘা জমির পাকা ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌঁছে দিয়েছেন কৃষক লীগের নেতা-কর্মীরা।




ধান কাটায় অংশ নেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল করিম হিরন, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, সদস্য শাহজাহান আলী, টাঙ্গাইল জেলা কৃষক লীগের সভাপতি জহিরুল ইসলাম মাষ্টার, সাধারণ সম্পাদক শাম্স উদ্দীন, কালিহাতী উপজেলা কৃষকলীগের সভাপতি ইকবাল হোসেন রিন্টু, সাধরণ সম্পাদক প্রদীপ কুমার ঘোষসহ কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

 

 

 




Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ