কালিহাতীতে কর্মহীনদের যুবলীগ সদস্যের খাদ্য বিতরণ
কালিহাতী প্রতিনিধি ॥
“ঘরে থাকুন, সুস্থ্য থাকুন-করোনা হতে মুক্ত থাকুন” শ্লোগানে বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের কারণে টাঙ্গাইলের কালিহাতীতে কর্মহীন হতদরিদ্র ২৩০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলা যুবলীগের সদস্য শরীফ সিদ্দিকীর নিজ অর্থায়নে মুন্সিপাড়া তার বাসা থেকে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাউল, ১ কেজি ডাউল, ২ কেজি আলু, ১ কেজি লবণ ও ১টি সাবান। এ সময় উপজেলা আওয়ামী লীগের সদস্য আসলাম সিদ্দিকী ভুট্টোসহ কালিহাতী যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।