কালিহাতীতে কর্মহীনদের খাদ্য বিতরণ করেন ইউএনও

154

কালিহাতী প্রতিনিধি ॥
করোনা ভাইরাস প্রতিরোধ ও মানুষকে সচেতন করতে কাজ করে যাচ্ছেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষরা সঠিকভাবে সেখানে আছে কিনা বাড়ি বাড়ি গিয়ে সেসব মানুষের খোঁজখবর নেন উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা।
সেই সাথে মানুষকে ঘরে ফেরার জন্য অনুরোধ করেন এবং আসা-যাওয়ার পথে গাড়ি থেকে নেমে কর্মহীন দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন সরকারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।