কালিহাতীতে কর্মক্ষম বেকারদের মাঝে সেলাই মেশিন বিতরণ
কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে কর্মক্ষম বেকারদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (২২জুন) সকাল ১১ টায় কালিহাতী উপজেলা পরিষদ মিলনায়তনে ২০১৯-২০২০ অর্থ বছরে উপজেলা পরিষদের অর্থায়নে ৬৬ জন কর্মক্ষম বেকারদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পাড়ভীন, দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম এ মালেক ভূঁইয়া প্রমূখ।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা পরিষদের সি.এ. আবুল কালাম আজাদ।