কালিহাতীতে কর্মক্ষম বেকারদের মাঝে সেলাই মেশিন বিতরণ

170

কালিহাতী সংবাদদাতা ॥
অনগ্রসর উপজেলার জন্য বিশেষ থোক উপখাত গ্রহণকৃত প্রকল্পের মাধ্যমে টাঙ্গাইলের কালিহাতীতে ৪২ জন বেকার কর্মক্ষম পুরুষ ও মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৪২ জন পুরুষ ও মহিলাদের মধ্যে উপজেলার পারখী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ২১ জন ও উপজেলার বিভিন্ন এলাকার আরও ২১ জনের মাঝে উক্ত সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সেলাই মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী জহরুল হক, উপজেলা পরিষদের সিএটু আবুল কালাম আজাদ প্রমূখ।