কালিহাতীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও সভা

261

কালিহাতী প্রতিনিধি ॥
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতী উপজেলাতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় কালিহাতী থানার আয়োজনে র‌্যালীটি থানা প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অফিসার ইনচার্জ হাসান আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আনছার আলী বি.কম, সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) রাসেল মনির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আসলাম সিদ্দিকী ভুট্টো, কালিহাতী আরএস সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, বল্লা ইউপি চেয়ারম্যান হাজী চান মাহমুদ পাকির আলী, দশকিয়া ইউপি চেয়ারম্যান এম.এ মালেক ভূঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক মিন্টু সরকারসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, কালিহাতী আরএস সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার (প্রবি) নাহিদ ফেরদৌস।