কালিহাতীতে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

180

কালিহাতী সংবাদদাতা ॥
পুলিশই জনতা-জনতাই পুলিশ শ্লোগানে শনিবার (২৮ অক্টোবর) সারাদেশে কমিউনিটি পুলিশিং ডে উদযাপনের অংশ হিসেবে টাঙ্গাইলের কালিহাতীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কালিহাতী থানা পুলিশ ও থানা কমিউনিটি পুলিশিং কমিটির জমকালো আয়োজনের মধ্য দিয়ে র‌্যালীটি বিকেল ৩টায় কালিহাতী থানা চত্ত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূণরায় থানা চত্ত্বরে এসে শেষ হয়।
পরে থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার শাহীনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনছার আলী বি.কম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আসলাম সিদ্দিকী ভূট্টো প্রমূখ।
এ জমকালো আয়োজনে অংশ নেয় বীর মুক্তিযোদ্বা, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।