কালিহাতীতে কমিউনিটি পুলিশিং কমিটির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
কালিহাতী সংবাদদাতা:
পুলিশই জনতা, জনতাই পুলিশ স্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে থানা কমিউনিটি পুলিশিং কমিটির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে কালিহাতী থানা পুলিশ ও থানা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে উপজেলা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশি সেবা আরও সহজ, আন্তরিক ও জবাবদিহিতার মধ্যে আনতে হবে। পরিবারে একটি মাদকাসক্ত সন্তানের চেয়ে একটি ভাল সন্তানই মূল্যবান সম্পদ। মাদক, জুয়া,বাল্যবিবাহ, জঙ্গিবাদসহ সমাজের নানা সামাজিক ব্যাধি নির্মূলে কাজ করতে হবে কমিউনিটি পুলিশিং এর সকল সদস্যদের, কালিহাতী থানা কমিউনিটি পুলিশিং কমিটির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম।
কালিহাতী সার্কেল এএসপি মাসুদুর রহমান মনিরের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, টাঙ্গাইল জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক আনিছুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরিফুল হক, উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনছার আলী বিকম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান মজনু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশাররফ হোসেন। সম্মেলনে সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ ও কমিউনিটি পুলিশিং কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে সকলের মাঝে নাস্তা পরিবেশন করা হলেও কালিহাতী প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে নাস্তা পরিবেশন করা হয়নি।