কালিহাতীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

174

কালিহাতী প্রতিনিধি ॥
সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে কালিহাতী উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বি.কম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু, কালিহাতী থানার ওসি (তদন্ত) মনসুর আলী আরিফ প্রমূখ। আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সিএ. টু আবুল কালাম আজাদ।