কালিহাতীতে এক পর্নোগ্রাফি ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতীতে এক পর্নোগ্রাফি ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সোমবার (২০ জুন) রাতে উপজেলার বল্লা বাজারে ফ্রেন্ডস মাল্টিমিডিয়া এন্ড ইলেকট্রনিক্স দোকানে অভিযান চালিয়ে বল্লা এলাকার সুনীল চন্দ্র সরকারের ছেলে জয় সরকার কে (২২) আটক করা হয়েছে। এ সময় ১টি আসুস সিপিইউ, ১টি ডেল মনিটর ও ১টি কী বোর্ডসহ হাতেনাতে তাকে আটক করা হয়।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, জয় সরকার বহুদিন ধরে বিভিন্ন অনলাইন মাধ্যমে পর্নোগ্রাফি সংগ্রহ করে তার ব্যবহৃত কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন লোকজনের নিকট টাকার বিনিময়ে তাদের মোবাইল, মেমোরি ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইজের মধ্যে সরবরাহ করে থাকে এবং তাদেরকে প্রদর্শন করে থাকে। আটককৃত আসামী ২০১২ এর ৮(৩)/৮(৪)/৮(৫) এর ক ধারায় অপরাধ করেছে। আসামীর বিরুদ্ধে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।