কালিহাতীতে উপজেলা নির্বাচনে হযরত আলীর গণসংযোগ
এলেঙ্গা সংবাদদাতা ॥
আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকার। মঙ্গলবার (২২ জানুয়ারি) শতাধিক মোটরসাইকেল যোগে দিনব্যাপি উপজেলার বিভিন্ন স্থানে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে হযরত আলী তালুকদার বলেন, আওয়ামী লীগের রাজনীতির সাথে আমি দীর্ঘদিন যাবত সম্পৃক্ত। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ রাজনীতি করে আসছি। আসন্ন উপজেলায় নির্বাচনে জনগণের সেবা করার লক্ষ্যে আমি উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছি।
এ সময় গোহালিয়াবড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি মোমিনুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল বাছেত, আইন বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ছাত্রলীগ নেতা ফারুকসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তার সফরসঙ্গী ছিলেন।