কালিহাতীতে ইয়াবাসহ সাদ্দামকে গ্রেফতার করেছে র‌্যাব

231

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতীতে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। সোমবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার বালিয়াটা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন (২৭) উপজেলার সিংহটিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। র‌্যাবের দাবি তিনি মাদক ব্যবসায়ী। এ সময় তার কাছ থেকে ৯৫ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আবুল কাশেম টিনিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল বলে তিনি জানান।