কালিহাতীতে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব
স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের কালিহাতীতে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা। শুক্রবার (২৭জুলাই) দুপুরে উপজেলার হরিপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলোÑ উপজেলার হরিপুর এলাকার লিয়াকত আলীর ছেলে আব্দুস সামাদ (৩৫), কুড়িগ্রামের খেরুয়ার চর এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে আঃ রাজ্জাক(৪০) এবং একই জেলার -খেরুয়ার চর এলাকার আব্দুল সাত্তারের ছেলে আহসান হাবিব (৩৮)। এসময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ও ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
শুক্রবার (২৭জুলাই) বিকেলে র্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার রবিউল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোম্পানী কমান্ডার রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল উপজেলার হরিপুর এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ও ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারা জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ পূর্বক মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে টাঙ্গাইল জেলার সদর থানা এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে।