কালিহাতীতে ইউপি চেয়ারম্যানের উপর হামলায় থানায় মামলা

183

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতীর পাইকড়া ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আজাদ হোসেন হামলার শিকার হয়েছেন। স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নির্বাচনকে কেন্দ্র করে গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বালিয়াটা বাজারে এ হামলা হয়। এ ঘটনায় বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে কালিহাতী থানায় তিনি ১৪ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। বর্তমানে চেয়ারম্যান আজাদ হোসেন হাসপাতালে চিকিসাধীন আছেন।
হামলার শিকার আজাদ হোসেন টিনিউজকে বলেন, উপজেলার গোপালদিঘী কে.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের গভর্ণিং বডির নির্বাচন আগামী (২২ ফেব্রুয়ারি)। নির্বাচনে সভাপতি প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কুদরত-ই-এলাহী খানের পক্ষে আমি ভোট চাইতে যাই। ভোট চাওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওই বিদ্যালয়ের শিক্ষক হায়দার আলীর নেতৃত্বে ১৫/২০ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমাকে ধাওয়া করে ব্যাপক মারধর করে। মারধরে আমীর আজম খান বাবলু, আলহাজ¦ আলীসহ আরো ৫ জন আহত হয়েছেন। আমি ঘটনার ইন্ধনদাতা ও দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করছি।
খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থলের নুরুল হকের দোকান থেকে চেয়ারম্যান আজাদ হোসেনকে উদ্ধার করে বাড়ীতে পৌছে দেয়।
এলাকাবাসী টিনিউজকে বলেন, চেয়ারম্যান আজাদ হোসেন একজন সহজ-সরল মানুষ। একটি বিদ্যালয়ের নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসায় তার উপর এই হামলা অত্যন্ত দু:খজনক।
এ বিষয়ে হায়দার আলী মাষ্টার মারধরের বিষয়টি অস্বীকার করে টিনিউজকে বলেন, স্থানীয় যুবলীগের কিছু লোক চেয়ারম্যানকে ধাওয়া ও কটুক্তি করেছে। আমি ঘটনার সাথে জড়িত নই। ঘটনাস্থলে আমি ছিলাম না।
কালিহাতী থানার (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আনোয়ার হোসেন টিনিউজকে বলেন, একটি স্কুলের নির্বাচনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন টিনিউজকে জানান, খবর পেয়ে তারা ইউপি চেয়ারম্যানকে নিরাপত্তা দিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।