কালিহাতীতে আমজানি উচ্চ বিদ্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

178

সোহেল রানা, কালিহাতী থেকে: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের আমজানি উচ্চ বিদ্যালয়ের নতুন চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবন নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বি.কম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আখতারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক অজয় কুমার দে সরকার লিটন,পারখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য এনামুল হক দুলাল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার, কালিহাতী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার, পারখী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনছার আলী ও সাধারণ সম্পাদক আব্দুল করিম প্রমুখ। আমজানি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান।