কালিহাতীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

191

সোহেল রানা, কালিহাতী ॥
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে টাঙ্গাইলের কালিহাতীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে কালিহাতী আরএস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সেখানে ১ মিনিট নিরবে দাঁড়িয়ে থেকে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকলে কালো ব্যাজ ধারণ করে আসা সর্বস্তরের মানুষের হাতে দেখা যায় ফাগুনে ফোঁটা রঙিন ফুলের স্তবক, কন্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি… আমি কি ভুলিতে পারি। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কালিহাতী আরএস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, প্রভাতফেরী, প্রাথমিক স্কুল পর্যায়ে চিত্রাংকন ও মাধ্যমিক স্কুল পর্যায়ে রচনা প্রতিযোগিতা, ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও দেশের সমৃদ্ধির জন্য সকল মসজিদ, মন্দিরসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা, স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা, বিতর্কের বিষয়- পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ই বর্তমান প্রজন্মকে মাদকাসক্তির দিকে ধাবিত করছে, ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি।
এ সময় স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, কালিহাতী থানার (ওসি) হাসান আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু, কালিহাতী আরএস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ অজয় কুমার দে সরকার লিটন, সদস্য আসলাম সিদ্দিকী ভূট্টো, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার, কালিহাতী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক, সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা-পরিচালক, ছাত্র-ছাত্রী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।