কালিহাতীতে আনছার আলীর সমর্থনে যুবলীগের কর্মীসভা
কালিহাতীপ্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আনছার আলী বি.কমের আনারস প্রতীকের সমর্থনে কর্মীসভা ও বিশাল মিছিল করেছে কালিহাতী উপজেলা আওয়ামী যুবলীগ।
২০ মার্চ (বুধবার) বিকেলে কালিহাতী অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকারের সভাপতিত্বে উক্ত কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আনছার আলী বি.কম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সেলিম শিকদার, সহ-সভাপতি বেলাল মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টার থেকে আনারস প্রতীকের সমর্থনে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকারের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়ে কালিহাতী বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় উপজেল আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজ উদ্দীন আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি হানিফ উদ্দীন তালুকদার, যুগ্ম সাধারন সম্পাদক এম এ মালেক ভূইয়াসহ আ’লীগ ও যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ। কর্মীসভা ও পথসভায় বক্তারা উপস্থিত সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আনছার আলী বি.কমকে আনারস প্রতীকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করার আহবান জানান।