কালিহাতীতে আদেশ অমান্য করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

193

সোহেল রানা, কালিহাতী ॥
করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সরকারি আদেশ অমান্য করায় টাঙ্গাইলের কালিহাতীতে একটি হার্ডওয়ারের দোকানসহ বিভিন্নজনকে ৮ হাজার ৩শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (১১ এপ্রিল) বিকেলে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালতের দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান টিনিউজকে জানান, করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ আইনে কালিহাতী বাসস্ট্যান্ডে লিটন হার্ডওয়্যারের মালিককে হার্ডওয়ারের দোকান খোলা রাখার দায়ে ৫ হাজার এবং সরকারি আদেশ অমান্য করে অযথা বাহিরে ঘুরা-ফেরা করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন জনকে ৩ হাজার ৩ শত টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় তিনি উপজেলার সর্বসাধারণকে সন্ধ্যা ৬টার পরে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানান এবং উল্লেখিত সময়ের পরে যদি কেউ ঘর থেকে বের হয় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।