কালিহাতীতে আওয়ামী লীগ নেতার চিকিৎসায় শিক্ষকদের অর্থ-সহায়তা
কালিহাতী সংবাদদাতা ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও ঘুনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু মোহাম্মদ জিন্নাহর কিডনী প্রতিস্থাপনে নগদ ৯৩ হাজার একশ’ টাকা অর্থ সহায়তা প্রদান করলেন উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারের প্রস্তাবনায় ও উপজেলা শিক্ষা অফিসের উদ্দ্যোগে এবং সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিকতা ও অর্থায়নে উপজেলা চেয়ারম্যানের কার্য্যালয়ে বৃহস্পতিবার (২ নভেম্বর) এ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু, উপজেলা নির্বাহী অফিসার শাহীনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা শিক্ষা অফিসার শামছুল হক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু, কালিহাতী পৌর আওয়ামী লীগের সভাপতি মালেক তালুকদার প্রমুখ।