কালিহাতীতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ জন আটক

153

কালিহাতী সংবাদদাতা ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসষ্ট্যান্ড এলাকায় সোনিয়া আবাসিক হোটেল থেকে ম্যানেজারসহ পাঁচজন খদ্দের ও যৌনকর্মিকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ জুন) দুপুরে কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেনের নেতৃত্বে একটি দল হোটেলে এ বিশেষ অভিযান চালায়। গ্রেফতারকৃতরা হলো সোনিয়া হোটেলের ম্যানেজার রাজাবাড়ী গ্রামের ইয়াছিন আলীর ছেলে মোজাফফর আলী (৭০), বল্লভ বাড়ী গ্রামের লতিফ মিয়ার ছেলে খাইরুল ইসলাম (২০), জহুরুলের মেয়ে নুসরাত (১৮), খরুলিয়া বড়বাড়ী গ্রামের ইয়াছিন আলীর ছেলে আব্দুস ছাত্তার (৫৬) ও সাতুটিয়া গ্রামের কামালের মেয়ে শাপলা (২১)।