কালিপুর লোকনাথ মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে
স্টাফ রিপোর্টারঃ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষে টাঙ্গাইল পৌর শহরের কালিপুর লোকনাথ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে মহানামযজ্ঞ ও লীলা কীর্ত্তন। দেশের বিভিন্ন জেলা হতে আসা কীর্ত্তনীয়া দল কীর্ত্তন পরিবেশন করছেন। জগতের সকল প্রানীর মঙ্গল কামনা ও পাপ মুক্তির আশায় আগত সকল বয়সী নারী-পুরুষের উপস্থিতিতে প্রানবন্ত হয়ে উঠেছে এ উৎসব। শনিবার (১জুন) পর্যন্ত অনুষ্ঠিত হবে নাম কীর্ত্তন। রোববার (২জুন) অনুষ্ঠিত হবে লীলা কীর্ত্তন। সোমবার (৩জুন) শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে দিনব্যাপী পুজার্চ্চনা, প্রসাদ বিতরন, ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে এ উৎসবের সমাপ্ত হবে।