কারক সম্মাননা-২০১৫ প্রদান
স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের শিক্ষা,সামাজিক,সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন ‘কারক’ এর দশম প্রতিষ্ঠা বাষির্কী শুক্রবার (১৮ ডিসেম্বর) পালিত হয়েছে। এ উপলক্ষে শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে কারক সম্মাননা-২০১৫ প্রদান করা হয়। রাজনীতিতে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি ফজলুর রহমান খান ফারুক, সাংস্কৃতিতে নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মরহুম আব্দুর রহমান রক্কু (মরণোত্তর), শিল্প বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টিতে আলাউদ্দিন টেক্সটাইল মিলস্, এবং শিক্ষায় বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম ‘কারক সম্মাননা-২০১৫’ পেয়েছেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কারকের সভাপতি রফিক আনসার। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কারকের সাধারন সম্পাদক শেখ তুহিন।
সম্মাননা প্রদান শেষে মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টে সংগীত পরিবেশন করেন নগর বাউল খ্যাত শিল্পী জেমস্।