কারক এর ১০ম বার্ষিক সভা ও কার্যনির্বাহী পরিষদ গঠিত
টাঙ্গাইলের অন্যতম শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন কারক এর ১০ম বার্ষিক সাধারণ সভা গত ২১ নভেম্বর গাজীপুরের টঙ্গী আরএসএস থ্রেট এন্ড এক্সেসরিজ লিঃ এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। বার্ষিক সভায় সর্বসম্মতিক্রমে পরবর্তী দুই বছরের জন্য কারক এর কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়।
কারক এর নবগঠিত কার্যনির্বাহী পরিষদ হলো- সভাপতি রফিক আনসার, সহ-সভাপতি সাব্বির শওকত হায়াত ও হাসনাত জামিল উপল, সাধারণ সম্পাদক শেখ তুহিন, সহকারী সম্পাদক আহসান হাবিব সজীব, সাংগঠনিক সম্পাদক কাজী তারেক আহমেদ সুমন, অর্থ- সম্পাদক রাসেল খান, সহকারী অর্থ-সম্পাদক ইমরান খান নিবির, প্রচার সম্পাদক সাদেকুজ্জামান বাবু, সহ-প্রচার সম্পাদক শরিফুল ইসলাম শরিফ ও মেহেদি হাসান শামীম। এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলো- শাহানুর খান নুরু, আবু স¤্রাট খান, কাজী সোহেল শরীফ, শুভাশীষ কর শুভ, সাইফুল ইসলাম মিঠু, নুরুল ইসলাম ফরিদ, শাজাহান আলী।