কাজীপুরে ছয়’শ পরিবারের মাঝে খাদ্য বিতরণ
স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল পৌরসভার ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মালেক সরকার ও তার ভাই হাজী জাহিদ সরকারের উদ্যোগে সোমবার (৬এপ্রিল)এলাকার ছয়’শ কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও এলাকাবাসীর জন্য ২০ টি স্হানে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নিয়মিত জীবাণু নাশক দ্রবণ ছিটানো হচ্ছে । এ কার্যক্রম করোনা সংক্রমণ চলাকালীন সময়ে অব্যাহত রয়েছে। এসময় কাউন্সিলর মালেক সরকার জানান, করোনা ভাইরাসের ব্যাপক প্রার্দুর্ভাবে দুঃসময়ে মানুষের পাশে দাড়াতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। কেউ তাদের কর্মস্হলে যেতে পারছে না।তাই মানুষের কল্যাণে সকলের দ্বারে দ্বারে পৌছে সাহায্য করার চেষ্টা করছি।