কাকুয়া ইউনিয়নে এমপি ছানোয়ারের সোলার প্যানেল বিতরণ

166

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন গ্রামবাসীর মধ্যে সোলার প্যানেল বিতরণ করেছেন। ১০১টি পরিবারের সদস্যের মধ্যে এসব সোলার প্যানেল দেয়া হয়।
এ সময় জেলা পরিষদের সদস্য আমিরুল ইসলাম খান, কাকুয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন কিসলু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস ছাত্তার আজাদ, নবনির্বাচিত ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।