কাকুয়ায় কৃষি সেবা বিষয়ক কমিউনিটি’র মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার: এক্সক্লুডেড পিপলস রাইটস ইন বাংলাদেশ এর আওতায় স্ট্রেগথেনিন কমিউনিটি পার্টিসিফেসন এন্ড এ্যামপাওয়ারমেন্ট (এসসিওপিই) প্রকল্পের অধীনে কৃষি সেবা বিষয়ক কমিউনিটি’র মতবিনিময় সভা সোমবার (৩০ ডিসেম্বর) টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ডেমক্রেসিওয়াচ এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ মোহাম্মদ আলী জিন্নাহ। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন উপ সহকারী কৃষি অফিসার আলহাজ্জ মো. আশরাফুল আলম, খন্দকার শফিকুর রহমান ও মুহাম্মদ শফিকুর রহমান, সাপোর্ট গ্রুপের সভাপতি হুমায়ূন কবীর ফকির, ইউপি সচিব মো. আবদুল আলীম, সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী সৈয়দ মো. তৌহিদুল হোসেন, ইউপি সদস্য আবদুর রহিম বাদশা, মো. আবদুল খালেক ও মো. রুস্তম আলী , সাপোর্ট গ্রুপের সদস্য খন্দকার ফিরোজ আহমেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ডেমক্রেসিওয়াচের প্রজেক্ট অফিসার মো. ফজলুল করিম।