করোনেশন ড্রামাটিক ক্লাবের ৫ দিনব্যাপী নাট্য উৎসব শুরু

স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইল করোনেশন ড্রামাটিক ক্লাবের আয়োজনে বুধবার বিকেল থেকে শুরু হয়েছে ৫ দিনব্যাপী নাট্য উৎসব। টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক উৎসবের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. মোহাম্মদ আলাউদ্দিন।
করোনেশন ড্রামাটিক ক্লাবের নাট্যমঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করোনেশন ড্রামাটিক ক্লাবে সভাপতি আতাউর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মহব্বত হোসেন খান, নাট্য সম্পাদক সাম্য রহমান প্রমুখ।
পাঁচ দিনব্যাপী নাটকের প্রথম দিন সন্ধ্যায় মান্নান হীরার রচনা, রতন দত্ত ও সাম্য রহমানের নির্দেশনায় একাত্তরের খুদিরাম নাটক মঞ্চায়িত হয়। এছাড়া ২৬ নভেম্বর সন্ধ্যায় সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা, উৎপল কুমার চক্রবর্তীর নির্দেশনায় লাল সালু নাটক মঞ্চায়িত হবে। ২৭ নভেম্বর সন্ধ্যায় জহিরুল ইসলামের রচনা, সুব্রত জহিরুলের নির্দেশনায় জোঁক নাটক মঞ্চায়িত হবে। ২৮ নভেম্বর সন্ধ্যায় আবুল কালাম আজাদ বীরবিক্রম এর রচনা, আবুল কালাম আজাদ বীরবিক্রম এর নির্দেশনায় সিন্ডিকেটের হেরেমখানা নাটক মঞ্চায়িত হবে। ২৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকা আরণ্যক নাট্যদলের দুইটি নাটক মঞ্চায়িত হবে। মুনীর চৌধুরীর রচনা, আবু হাশিম মাসুদের নির্দেশনায় নাটক কবর মঞ্চায়িত হবে। মান্নান হীরার রচনা, আবু হাশিম মাসুদের নির্দেশনায় নাটক আগুনের জবানবন্দী মঞ্চায়িত হবে।