করোনায় মির্জাপুরে ১ প্রবাসী ও ৬ ব্যবসায়ীকে অর্থদন্ড

255

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে করোনা ভাইরাস সংক্রমন রোধে উপজেলা প্রশাসন ব্যাপক অভিযান চালাচ্ছে। হোম কোয়ারেন্টাইন অমান্য করায় এক প্রবাসী এবং গুজব ছড়িয়ে দ্রব্যমুল্যের উর্ধ্বগতির জন্য ৬ ব্যবসায়ীকে অর্থদন্ড দেয়া হয়েছে।
শনিবার (২১ মার্চ) মির্জাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানের মাধ্যমে এই অর্থদন্ড দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক। এ সময় তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মঈনুল হক, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।
উপজেলার বিভিন্ন স্থানে বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন অমান্যের খবর পেয়ে দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান শুরু করে। এ সময় ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের সিঙ্গাপুর ফেরত রজব সিদ্দিকীকে হোম কোয়ারেন্টাইন অমান্যের দায়ে ১০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। একই সাথে আরো কয়েকজন বিদেশ ফেরতকে সঠিকভাবে হোম কোয়রেন্টাইন পালনের নির্দেশ দেয়া হয়।
এদিকে করোনা ভাইরাস সংক্রমনের গুজব ছড়িয়ে অসাধু ব্যবসায়ীরা চড়াদামে নিত্যপণ্য বিক্রির অভিযোগে চাল ব্যবসায়ী শফিকুল ইসলাম ভূইয়াকে ১০ হাজার, পেয়াঁজ ব্যবসায়ী মামুন মিয়াকে ১০ হাজার, মনজুর হোসেন, হুমায়ুন, নিখিল বাকালী, দিপক বাকালীকে ৫ হাজার টাকা করে ৪০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক টিনিউজকে বলেন, এই দুঃসময়ে যারা অধিক মুনাফার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে প্রশাসন আরও কঠোর হবে। পাশাপাশি হোম কোয়ারেন্টিনের বিষয়টিও নিশ্চিত করার চেষ্টা চলছে। অমান্যকারীদের শাস্তির আওতায় আনা হচ্ছে।