করটিয়ায় নিখোঁজের চার দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার ॥ স্বামী পলাতক

0 249

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায় নিখোঁজের ৪ দিন পর রিনা বেগম (২০) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) সকালে করটিয়া জমিদার বাড়ীর পুর্ব তরফের পুকুর থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর থেকে তার স্বামী মনির হোসেন পলাতক রয়েছে। নিহত রিনা বেগম করটিয়া ঢুলিপাড়া গ্রামের ফারুক হোসেনের মেয়ে।




জানা যায়, চার বছর পুর্বে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া পুর্বপাড়ার রাজনের ছেলে মনির হোসেনের (২৫) সাথে পারিবারিকভাবে বিয়ে হয় রিনা বেগমের। তাদের ঘরে ১১ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। সোমবার (২০ মার্চ) গভীর রাতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে স্বামী মনির হোসেন এলাকায় প্রচার চালায়। পরে শুক্রবার (২৪ মার্চ) সকালে করটিয়া জমিদার বাড়ীর পুর্ব তরফের পুকুর পাড়ে হাটাহাটির সময় পুকুরে পাঁ ভেসে থাকতে দেখে চিৎকার করে উঠে স্থানীয় এক কিশোর। পরে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধুর লাশ উদ্ধার করে। এতে রিনার লাশ বলে সকলে শনাক্ত করে তার স্বজনরা। লাশ উদ্ধারের পর থেকে নিহত গৃহবধূর স্বামী পলাতক রয়েছে।




নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি টিনিউজকে জানান, নিহত রিনা বেগমের স্বামী মনির অপপ্রচার চালায় তার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি আরো অপপ্রচার চালায় তার স্ত্রী অন্য কোন ছেলের সাথে পালিয়ে গেছে। কথাটি আমরা কেই বিশ্বাস করিনি। তারা আরো জানান, তখন থেকেই আমাদের সন্দেহ ছিলো। কারণ আমরা রিনা বেগম সর্ম্পকে জানতাম। সে অত্যন্ত নম্র-ভদ্র ও সংসারী মেয়ে ছিলো। তাছাড়া ১১ মাসের শিশু বাচ্চা রেখে রিনা পর পুরুষের সাথে পালিয়ে যাওয়ার মতো মেয়ে না। লাশ উদ্ধারের পরপরই স্বামীসহ পরিবারের সকলেই পলাতক রয়েছে।




এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম মিয়া টিনিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ