কবিতাগুচ্ছ
শংকর জাত
-ইউসুফ আলী মন্ডল খোকন
পালন করবো শংকর গাভী
পাব খাঁটি দুধ,
দেহ পাবে সুষম খাদ্য
হবে তাই মজবুত।
দুধ দেয় বেশি শংকর গাভী
আকারে হয় বড়,
ভাল জাতের বাছুর পাবে
সবাই পালন কর।
লাল সিন্ধি, ব্রাউন সুইস
জার্সি, ফ্রিজিয়ান,
নিয়মিত পারা ঘাস আর
নেফিয়ার খাওয়ান ।
সুস্থ্য সবল পশু
যদি পেতে চান,
সময় মত সবগুলোকে
টিকা দিয়া যান ।
বিলাপ
-সাংবাদিক বদিউজ্জামান খান
ভোলার বউ করছে বিলাপ
পোলা মরছে তার,
হালট দিয়ে যেতে পথিক
জিগায় সমাচার,
কবে হইছে-মরছে কবে
বলুন হালচাল,
উত্তর আসে-মরছে আইজ
জন্ম গত কাইল।
জবাব শুনে হাসে পথিক
কপাল করে ভাজ,
বিয়ার স্বামী ছাইড়া আইছে
লাগেনি তার লাজ।
বিয়ার যোগ্যা মাইয়া আছে
আগের ঘরে তার,
কাইল অইয়া আইজ মরছে
বিলাপের কি ধার!