এলেঙ্গা পৌর নির্বাচনে নৌকার প্রার্থী নুর-এ আলম বিজয়ী
সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভা নির্বাচনে বেসরকারী ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুর-এ আলম সিদ্দিকী। তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৩ হাজার ৬১৭ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাফী খান। তিনি জগ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৮ হাজার ৮০৫ টি। এছাড়াও আরেক স্বতন্ত্র প্রার্থী (আ’লীগের বিদ্রোহী) রেজিনা আখতার পেয়েছেন ৪ হাজার ৬৪৯ ভোট।
এলেঙ্গা পৌরসভা নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র জানায়, নৌকার প্রার্থী নুর-এ আলম সিদ্দিকী ৪ হাজার ৮১২ ভোট বেশি পেয়ে বেসরকারী ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। এছাড়াও এ নির্বাচনে মোট ভোট কাস্ট হয়েছে ২৭ হাজার ১১৬ টি। এর মধ্যে বাতিল হয়েছে ৪৫ভোট। এছাড়া নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন, সংরক্ষিত আসনে (নারী) ১৪ প্রার্থী নির্বাচনে অংশ নেন।
এলেঙ্গা পৌরসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ৫৫৪। এর মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ৭৫৬ জন, মহিলা ভোটার ১৭ হাজার ৭৯৭ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। এ পৌরসভায় প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হয়েছে।