এমপি টিটুর নানী ইন্তেকাল করেছেন
নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর নানী হাজেরা খাতুন (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না ইল্লাহি ..রাজিউন)। তিনি শুক্রবার (২৬ এপ্রিল) সকালে ঢাকার এম এইচ শমরিতা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। তাঁর পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদীন যাবৎ বার্ধক্যজনিত নানা প্রকার রোগে ভূগছিলেন।
শনিবার (২৭ এপ্রিল) বাদ যোহর নাগরপুর উপজেলার গয়হাটা ঈদগাহ মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে তাঁর বড় ছেলে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম গোলাম মোহাম্মদ খান তারেকের কবরের পাশে সমাহিত করা হবে।
তাঁর মৃত্যুতে নাগরপুর ও দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ ও মহিলালীগ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।