এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করলেন ছাত্রলীগ নেতা তানজীল
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে দেড় শতাধিক এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন ছাত্রলীগ নেতা। বৃহস্পতিবার (১৭ আগস্ট) শহর ছাত্রলীগ নেতা মীর ওয়াছেদুল হক তানজীল উদ্যোগে পরীক্ষা শুরু হওয়ার আগে শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে গিয়ে এ উপকরণ তুলে দেন। এছাড়া ও পরীক্ষার্থীদের সাথে আসা দুই শতাধিক অভিভাবকদের খাবার ও পানি বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহর ছাত্রলীগ নেতা তাসকিন আহমেদ পাপ্পু, টেক্সটাইল কলেজ ছাত্রলীগের সভাপতি আকাশ আহমেদ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ। শহরের সন্তোষ ইসলামি বিশ্ববিদ্যালয় কলেজ, সরকারি এম.এম আলী কলেজ, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ, কুমুদিনী সরকারি কলেজ ও বিবেকানন্দ কলেজে গিয়ে ছাত্রলীগের পক্ষ থেকে তারা কেন্দ্র পরিদর্শন করে শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন ও তাদের সার্বিক খোঁজ খবর নেন।