উপ-নির্বাচন উপলক্ষে কালিহাতী আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :
জাতীয় সংসদের টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচন উপলক্ষে কালিহাতী উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা বুধবার অনুষ্ঠিত হযেছে। কালিহাতী উপজেলা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়মী লীগের সভাপতি মোজাহেরুল ইসলাম তালুকদার ঠান্ডু।
সভায় টাঙ্গইল-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনিছুর রহমান, খ.আশরাফুজ্জামান স্মৃতি,জোয়াহেরুল ইসলাম, উপজেলা আওয়মীলীগের সাধারন সম্পাদক আনছার আলী বি কমসহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত্বব্য উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী কে বিজয়ী করতে দলের সর্বস্তরের নেতা-কর্মীকে একযোগে কাজ করার আহ্বান জানান জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।