ঈদ যেন এক ম্যাজিক ॥ দুঃখ ব্যথা অনটন ভুলে উৎসবে মন

0 92

স্টাফ রিপোর্টার ॥
ঈদ আসলেই এক ম্যাজিকের নাম। এই ম্যাজিক বাঙালির সব দুঃখ ব্যথা ভুলিয়ে দিয়েছে। শোক সন্তাপ নেই এখন। অনটন দূর হয়ে গেছে। অন্তত কেনাকাটা দেখে, সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিচিত্র ছোটাছুটি ব্যস্ততা দেখে যে কারও তা-ই মনে হবে। মার্কেট শপিংমল, বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন থেকে শুরু করে কাঁচাবাজার, পাড়ার সেলুন, বিউটি পার্লার কোথায় চোখ রাখবেন? সবখানে হুড়োহুড়ি অবস্থা। বেদম ছুটছে মানুষ। আনন্দের সবক’টি উৎসের খোঁজ করছে। এভাবে ঈদের আগেই দারুণ এক উৎসব শুরু হয়ে গেছে। প্রস্তুতি পর্বটিকেই মনে হচ্ছে ঈদ!




মানুষ সবচেয়ে বেশি সময় দিচ্ছে কেনাকাটায়। রোজা শুরু হতে না হতেই টাঙ্গাইলে ঈদের কেনাকাটা শুরু হয়ে গিয়েছিল। বর্তমানে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত খোলা থাকছে মার্কেট শপিংমল। অভিজাত বিপণিবিতান থেকে শুরু করে ফুটপাতের দোকানÑ সবখানেই চলছে উৎসবমুখর কেনাকাটা। পছন্দের পোশাক খুঁজে বের করতে বিপুল সময় দিচ্ছেন ক্রেতা। হন্যে হয়ে ছুটতে দেখা যাচ্ছে তাদের। বিশেষ করে নারীরা পরিবারের সকল সদস্যের চাওয়ার মধ্যে সমন্বয় সাধন করছেন। শাড়ি থ্রি পিস লেহেঙ্গা তো বটেই, পুরুষের পাঞ্জাবি কিনতে বিপুল ভিড় করছেন নারীরা। তরুণ তরুণীদের উচ্ছ্বাসটা আলাদাভাবে চোখে পড়ছে। বাদ যাচ্ছে না শিশুরাও।




 

কোন কোন ব্র্যান্ডশপে ক্রেতা এত বেশি যে, এক পোশাক দাবি করে বসছেন একাধিক ক্রেতা। দামি ব্র্যান্ড ‘আড়ং’ শো রুমের সামনে পেটমোটা গাড়ির লম্বা লাইন দেখা যাচ্ছে প্রতিদিন। আবার ফুটপাতেও কেনাকাটার ধুম। একই সময় মেইন রোডের জুতোর দোকানে ভিড় করছেন ক্রেতা। ছোট ছোট দোকানে কিছু সময় দাঁড়িয়ে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। প্রায় সব মার্কেটে গিজ গিজ করছে মানুষ। কেউ নিজেকে সাজানোর জন্য নানা সামগ্রী কিনছেন। কেউ ব্যস্ত গৃহসজ্জা সামগ্রী কিনতে। মানুষ নিজের জন্য কিনছে। প্রিয়জনের জন্য কিনছে। এইসব কেনাকাটার মধ্য দিয়ে মূলত ঈদের আনন্দকে পরিপূর্ণ করে তোলার চেষ্টা।




 

এ দিকে, বুধবার (১৯ এপ্রিল) থেকে সরকারি ছুটি শুরু হয়ে গেছে। শেষ কর্মদিবসে অফিসপাড়ায় ঈদ পূর্ব উচ্ছ্বাস চোখে পড়েছে। টানা পাঁচ দিনের ছুটি। তার আগে ‘ঈদ মোবারক’ বলে পরস্পরের কাছ থেকে বিদায় নিতে দেখা গেছে কর্মকর্তা কর্মচারীদের। অধিকাংশ বেসরকারি অফিসেও আজ থেকে ছুটি কার্যকর হবে। ফলে আরও স্পষ্ট হবে ঈদের আমেজ।
একই সময় চলছে ঈদ উপহার বিতরণ। সালামী দেওয়া নেওয়া হচ্ছে। এর মধ্য দিয়েও আনন্দ ভাগাভাগি করে নেওয়া হচ্ছে। সব মিলিয়ে আনন্দটাই হয়ে উঠেছে মুখ্য। ঈদ ধরা দিচ্ছে ম্যাজিক হয়ে।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ