ঈদে বঙ্গবন্ধু সেতুতে চার দিনে ১০ কোটি ১৪ লাখ টাকা টোল আদায়
স্টাফ রিপোর্টার ॥
এবার ঈদে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ছোট-বড় সব ধরনের যানবাহনের চাপ ছিল কয়েকগুণ বেশি। ঈদের আগে চার দিনে বঙ্গবন্ধু সেতু দিয়ে ছোট-বড় এক লাখ ৭৩ হাজার ৮২০টি পরিবহন পারাপার হয়েছে। এতে ১০ কোটি ১৪ লাখ টাকা টোল আদায় হয়েছে।
বঙ্গবন্ধু সেতু সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল টিনিউজকে জানান, বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল থেকে শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৬ টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪২ হাজার ৩৬৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৬৫০ টাকা। শুক্রবার (২১ এপ্রিল) সকাল থেকেই যানবাহনের অতিরিক্ত চাপ আছে। ওই দিন বঙ্গবন্ধু সেতু পূর্ব টাঙ্গাইল অংশের টোলপ্লাজা দিয়ে ২৭ হাজার ৩৫৮টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ১ কোটি ৬৮ লাখ ৪৯ হাজার ৭৫০ টাকা। এছাড়াও সেতুর পশ্চিম সিরাজগঞ্জ অংশের টোলপ্লাজা দিয়ে পারাপার হয়েছে ১৫ হাজার ৭ টি যানবাহন। এতে টোল আদায় হয় ১ কোটি ২০ লাখ ১২ হাজার ৯০০ টাকা। এর আগে গত সোমবার (১৭ এপ্রিল) সকাল ৬ টাকা থেকে মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ছোট-বড় ২২ হাজার ৪৮৫টি যানবাহন পারাপার এবং ২ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ৬টা থেকে বুধবার (১৯ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ২৫১টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয় ২ কোটি ৪৪ লাখ ২১ হাজার ৫৫০ টাকা। বুধবার (১৯ এপ্রিল) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত ছোট-বড় মিলিয়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩৬ হাজার ৬৯টি পরিবহন পারাপার হয়। এতে টোল আদায় হয় দুই কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা। সব মিলিয়ে চার দিনে টোল আদায় হয় ১০ কোটি ১৪ লাখ ৪৪ হাজার ১০০ টাকা। আর বঙ্গবন্ধু সেতু দিয়ে ছোট-বড় এক লাখ ৭৩ হাজার ৮২০টি পরিবহন পারাপার হয়েছে।