স্টাফ রিপোর্টার ॥
আবারও জাতীয় পুরস্কার পেলো টাঙ্গাইলের নৃত্যশিল্পী মহুয়া। টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমীর নৃত্য শাখার তৃতীয় বর্ষের কৃতি শিক্ষার্থী ইসরাত বিনতে ইউসুফ মহুয়া জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর চূড়ান্ত পর্বে গ-বিভাগে অংশ নিয়ে লোক নৃত্যে সারাদেশে ২য় স্থান অধিকার করে। সোমবার (১৯ জুন) ঢাকা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী দিপু মণির হাত থেকে পুরস্কার ও সনদপত্র গ্রহণ করেন।
জানা যায়, এটি মহুয়ার দ্বিতীয়বার পাওয়া জাতীয় পুরস্কার। চলতি বছরের গত (২৯ জানুয়ারি) মহুয়া জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২১ এ অংশ নিয়ে (২০২৩ এ অনুষ্ঠিত) দেশ সেরা হয়ে স্বর্ণপদক গ্রহণ করে রাষ্ট্রপতি আবদুল হামিদের হাত থেকে।
ইসরাত বিনতে ইউসুফ মহুয়া টাঙ্গাইলের কবি ও কলেজ শিক্ষক তরুণ ইউসুফ এবং টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমী ও শিশু একাডেমী স্বনামধন্য নৃত্য প্রশিক্ষক মৌসুমী রহমানের তিন কন্যার দ্বিতীয় কন্যা। সে টাঙ্গাইল শহর সরকারি শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা কলেজে বিজ্ঞান প্রথম বর্ষের ছাত্রী। সঙ্গীত শিল্পী এবং নাট্যশিল্পী হিসেবেও মহুয়ার বেশ সুনাম রয়েছে।