আট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ৭-১ গোলে জয়লাভ ॥ বেসরকারী ফলাফল
স্টাফ রিপোর্টারঃ
১.কালিহাতীঃ বিজয়ী-আলী আকবর জব্বার (বিএনপি) (প্রাপ্ত ভোট-৯,৪১৯)
নিকটতমঃ আনছার আলী (আ’লীগ) (প্রাপ্ত ভোট-৭,৪৪৭)।
২.গোপালপুরঃ বিজয়ী-রকিবুল হক ছানা (আ’লীগ) (প্রাপ্ত ভোট-২১,৫২৪)
নিকটতমঃ জাহাঙ্গীর আলম রুবেল (বিএনপি) (প্রাপ্ত ভোট-৪,৫২৮)।
৩. ধনবাড়ীঃ বিজয়ী-মঞ্জরুল ইসলাম তপন (আ’লীগ) (প্রাপ্ত ভোট-১১,৩৯৩)
নিকটতমঃ এসএমএ সোবহান (বিএনপি) (প্রাপ্ত ভোট-৭,০৬৪)।
৪. সখীপুরঃ বিজয়ী-আবু হানিফ আজাদ (আ’লীগ) (প্রাপ্ত ভোট-৯,৬৮২)
নিকটতমঃ সানোয়ার হোসেন সজীব (বিএনপি-বিদ্রোহী-স্বতন্ত্র) (প্রাপ্ত ভোট-৪,৮৯৯)।
৫. মির্জাপুরঃ বিজয়ী-সাহাদৎ হোসেন সুমন (আ’লীগ) (প্রাপ্ত ভোট-৯,৫৮৪)
নিকটতমঃ হযরত আলী মিঞা (বিএনপি) (প্রাপ্ত ভোট-৪,৪৩২)।
৬. মধুপুরঃ বিজয়ী-মাসুদ পারভেজ (আ’লীগ) (প্রাপ্ত ভোট-২২,২৫৮)
নিকটতমঃ শহিদুল ইসলাম (বিএনপি) (প্রাপ্ত ভোট-৪,৬৫৩)।
৭. ভুঞাপুরঃ বিজয়ী-মাসুদুল হক মাসুদ (আ’লীগ) (প্রাপ্ত ভোট-৫,৪৭১)
নিকটতমঃ আব্দুল খালেক মন্ডল (বিএনপি) (প্রাপ্ত ভোট-৫,২৯৫)।
৮. টাঙ্গাইল সদরঃ বিজয়ী-জামিলুর রহমান মিরন (আ’লীগ) (প্রাপ্ত ভোট-৪৯,২১৩)
নিকটতমঃ মাহমুদুল হক সানু (বিএনপি) (প্রাপ্ত ভোট-২৫,২৪৩)।