আট পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে

0 212

02স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের আটটি পৌরসভা নির্বাচনে শান্তিপুর্নভাবে ভোট গ্রহন শুরু হয়েছে। সকাল ৮টা হতে শুরু হওয়া ভোট গ্রহন একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা যাচ্ছে। শীতের কারনে সকালের দিকে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। পুরুষের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি বেশী। স্থানীয় সরকার নির্বাচনে প্রথমবারের মতো দলীয় প্রতীক থাকায় ভোটারদের মাঝে অন্যরকম উৎসাহের আমেজ দেখা যাচ্ছে।
03জেলার ১১টি পৌরসভার মধ্যে আজ বুধবার ৮টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পৌরসভাগুলো হলো- টাঙ্গাইল সদর, ধনবাড়ি, মধুপুর, গোপালপুর, ভুঞাপুর, কালিহাতী, মির্জাপুর ও সখীপুর। জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, ৮টি পৌরসভার ১২১টি কেন্দ্রের ৮৩৫টি কক্ষে  মোট ২ লাখ ৯২ হাজার ২৫৩ জন ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৭৩০জন এবং মহিলা ভোটার রয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৫২৩ জন।
৮টি পৌরসভায় মেয়র পদে ২৯ জন, কাউন্সিলর পদে  ৩০৪ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
01নির্বাচন সুষ্ঠ ও শান্তিপুর্নভাবে সম্পন্ন করার জন্য নির্বাচনী এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ভোট কেন্দ্র ও নির্বাচনী এলাকার পরিবেশ শান্তিপুর্ন রাখতে বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসার দায়িত্ব পালন করছেন। আটটি পৌর এলাকায় ৩৭ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করছেন।

05

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ