আট পৌরসভায় ধানের শীষের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান শ্রমিক দলের
স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের ৮টি পৌরসভায় মেয়র পদে ধানের শীষের মেয়র প্রার্থীকে ভোট দেয়া আহ্বান জানিয়ে মতবিনিময় সভা করেছে জেলা শ্রমিক দল।
শনিবার বিকালে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক কৃষিবিদ সামছুল আলম তোফা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আহসানুল হক টিটু, আবু সাইদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক মনির, মেমিনুল ইসলাম, লাভলু মিয়া, জয়নাল আবেদীন, মাসুদুর রহমান, রহিজ সানোয়ার, সোহরাব হোসেন প্রমুখ।
টাঙ্গাইল জেলা শ্রমিক দলের সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় টাঙ্গাইল সদরসহ জেলার ৮টি পৌরসভা নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত বিএনপি প্রার্থীদের পক্ষে ধানের শীষ প্রতীকে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। এ সময় টাঙ্গাইল পৌরসভার মেয়র প্রার্থী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানুকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করা হয়। মতবিনিময় সভায় জেলা, উপজেলা, পৌর বিএনপি ও জেলা শ্রমিকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।