আজ নারায়ন চন্দ্র সাহা’র শ্রাদ্ধ
স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইল মুকুট বিড়ি ফ্যাক্টরির সত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী নারায়ন চন্দ্র সাহার শ্রাদ্ধ আজ রোববার টাঙ্গাইল শহরের সাবালিয়া শ্রী শ্রী হরি পাগল কালী মন্দির আঙ্গিনায় অনুষ্ঠিত হবে।
তিনি গত ১৮ অক্টোবর পরলোক গমণ করেন। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২মেয়ে রেখে গেছেন।