আব্দুল্লাহ আবু এহসান, ধনবাড়ী ॥
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, কারো সাথে বৈরিতা নয়, সবার সাথে সৎভাব বজায় রেখে চলতে চাই। কেননা আওয়ামী লীগ সন্ত্রাস-সহিংসতা নয়, শান্তিতে; কথায় নয়, কাজে বিশ্বাসী। এটাই হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার কন্যা শেখ হাসিনার নীতি ও আদর্শ। আর এজন্যই দেশের জনগণ আওয়ামী লীগকে বিপুল ভোটে বিজয়ী করেছে। দেশের মানুষ সন্ত্রাস, সহিংসতা ও জঙ্গিবাদকে পছন্দ করে না বলেই বিএনপি-জামায়াতের নেতৃত্বেধীন ঐক্যফ্রন্টকে ঘৃণাভরে প্রত্যাখান করছেন।
তিনি সোমবার (৩১ ডিসেম্বর) ধনবাড়ী ও মধুপুর দলীয় কার্যালয়ে নির্বাচনী পরবর্তী পৃথক সভায় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একথা বলেন। তিনি নেতাকর্মিদের বিজয় মিছিল না করার জন্যও নিরোৎসাহিত করে বলেন, বিজয় মিছিল করার দরকার নেই বরং জনগণের কল্যাণে কাজ করার জন্য নেতাকর্মিদের তিনি নির্দেশ দেন।
ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদিউল আলম মঞ্জুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর ফারুক আহমাদ ফরিদ, পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, জেলা আওয়ামী লীগ নেতা মীর ফিরোজ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, যুবলীগ সভাপতি মনিরুজ্জামান বকল প্রমূখ।
অপরদিকে মধুপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি খন্দকার শফিউদ্দিন মণির সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, সহ-সভাপতি বাপ্পু সিদ্দিকী, পৌরসভার মেয়র খন্দকার মাসুদ পারভেজ, বণিক সমিতির সভাপতি সিদ্দিক হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফ আহমেদ নাছির প্রমূখ।