আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সম্মেলনে ফজলুর রহমান খান ফারুক সভাপতি এবং এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের সাধারণ সম্পাদক ঘোষিত হওয়ায় একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি টাঙ্গাইল জেলা শাখা ও পেশাজীবী সমন্বয় পরিষদ টাঙ্গাইল জেলা শাখা কর্তৃক ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট কে এম আবদুস সালাম, সহ-সভাপতি অধ্যাপক নাজির হোসেন, ওয়াহেদুজ্জামান মতি, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। পেশাজীবী সমন্বয় পরিষদ কর্তৃক প্রদত্ত শুভেচ্ছায় সভাপতি এডভোকেট কে এম আবদুস সালাম, সাধারণ সম্পাদক ডা. শহিদুল্লাহ কায়ছার, মুক্তিযোদ্ধা সোলায়মান, আজাহার আলী প্রমূখ উপস্থিত ছিলেন।