আওয়ামী লীগের প্রার্থী মিরনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জামিলুর রহমান মিরনের মতবিনিময় সভা গতকাল বুধবার সন্ধ্যায় ছাত্রলীগ অফিসে অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রলীগের (আন্দোলনরত) আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল।
গভায় বক্তব্য রাখেন নৌকার প্রার্থী জামিলুর রহমান মিরণ। এ সময় অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন জেলা তাঁতী লীগের আহবায়ক সোলায়মান হাসান, বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া (বড় মনি), জার্মান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান (ছোট মনি), আহমদ সুমন মজিদ, জেলা ছাত্রলীগ নেতা শফিউল আলম মুকুল, মনির সিকদার, ফিরোজ মাহমুদ ফরিদ, হিমেল মাহমুদ প্রমুখ।