অনলাইনে লাইভ ক্লাস নিচ্ছে টাঙ্গাইল জেলা শিক্ষা অফিস
স্টাফ রিপোর্টার ॥
করোনা ভাইরাস মহামারির কারণে টাঙ্গাইল জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাপক ক্ষতি হচ্ছে। এ ক্ষতি পুষিয়ে উঠাতে জেলা শিক্ষা অফিস ‘টাঙ্গাইল অনলাইন স্কুল’ ফেইসবুক পেইজের মাধ্যমে গত (৬ এপ্রিল) থেকে প্রতিদিন লাইভ ক্লাস পরিচালনা করছে। টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার লায়লা খানম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি শ্রেণীতে ৪/৫ টি করে গড়ে মোট ৩০টির বেশি লাইভ ক্লাস পরিচালনা করা হচ্ছে। ক্লাসগুলো নিয়মিত দেখে নির্দেশনাসমুহ ও বাড়ির কাজ নিয়মিত করলে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানের অভাব অনেকাংশে পূরণ হবে। উক্ত ক্লাসগুলো ফেইসুবক পেইজে (https: www.facebook.com/tangailonlineschool/) সংরক্ষণ রয়েছে। সেখান থেকে সুবিধাজনক সময়ে যে কেউ ক্লাসগুলো দেখতে পারবে বলেও জানানো হয়।