অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে টাঙ্গাইলে আ.লীগের প্রতিরোধ মিছিল
স্টাফ রিপোর্টার ॥
বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য এবং ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে টাঙ্গাইলে সমাবেশ ও প্রতিরোধ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার গিয়ে শেষ হয়।
এর আগে শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের প্রস্তাবিক কমিটির সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতির সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনসারী, জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি নাহার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পুলু, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, দপ্তর সম্পাদক খোরশেদ আলম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ।
এ সময় আওয়ামী লীগের অঙ্গ সঙ্গগঠনের অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের নামে বিএনপি অগ্নিসন্ত্রাস করছে। তাদের এই অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এছাড়া আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশীয় বিদেশী ষড়যন্ত্র চলছে। তাদের এই ষড়যন্ত্রেও নির্বাচনে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসবে।