স্টাফ রিপের্টারঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাস
এলাকায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত
হয়েছে আরো ৪জন।
নিহত ব্যক্তি বাসাইল উপজেলার স্থলবল্লা গ্রামের দুলাল সরকারের এর ছেলে
নীলকমল সরকার (৩০)। মঙ্গলবার (৫জানুয়ারী) সন্ধা ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বিকেলে মির্জাপুর হসপিটাল থেকে নীল কমল তার স্ত্রী
স্ত্রী , ৬ দিন বয়সের শিশু ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে মির্জাপুর কুমুদীনি হাসপাতাল থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে ঢাকা
থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী গ্রামীণ ট্রাভেলস নামক একটি বাস সিএনসিকে
চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজিতে থাকা নীল কমল সরকার ঘটনাস্থলে নিহত
হয়। এঘটনায় সিএনজিতে থাকা অপর ৪জন আহত হলেও ৬ দিন বয়সের শিশু সন্তানটি অক্ষত থাকে।। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। পরে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় স্থানান্তর করা হয়। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে যায় বলে জানা যায়।
মন্তব্য করুন