
ধনবাড়ী সংবাদদাতা ॥
টাঙ্গাইলের ধনবাড়ীর যদুনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার (২৮ জুন) বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্ণামেন্ট ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলার উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পারভীন আকতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য যদুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর ফিরোজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ইন্সটাক্টর ইউ.আর.সি শামীমা জাহান শারমিন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রাবেয়া, যদুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শারমিন জাহানসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠান শেষে বিজয়ী দলের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
মন্তব্য করুন